সংবাদ শিরোনাম :  
                            
                            পটুয়াখালী ইটবাড়িয়া ইউনিয়নের গোপখালী গ্রাম ৩ নং ওয়ার্ডে ৩ জনকে কুপিয়ে ও পিঠিয়ে জখম
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময় : ০৯:৪৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
 

স্টাফ রিপোর্টার:-
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৩ নং  ওয়ার্ডে মা ছেলে সহ ৩ জনকে  পিঠিয়ে ও কুপিয়ে জখম করেছে।
আহত ব্যক্তিরা হলেন মোকলেজ  হাওলাদার  ও তার স্ত্রী ফুল ভানু বেগম  ও ছেলে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তরা হলেন
১.মোঃ কালাম হাওলাদার (৪০)
২.আবুল হাওলাদার (৪৫)
৩. আল আমিন হাওলাদার (৩৫)
৪.বাবুল হাওলাদার (৬০)
উভয় পিতা  কেরামত আলী হাওলাদার।
																			
										


















