নিজেস্ব প্রতিনিধি:-
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন ।
আগামী ২১.০৫.২৪ইং তারিখ অনুষ্ঠিত হবে ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে প্রতীক বরাদ্দের পর-পরই নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ। পোস্টার টানানোর পাশাপাশি চলছে প্রচার-প্রচারণা।
উপজেলা চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে রয়েছেন উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন খান (আনারস প্রতীক), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান ( উড়োজাহাজ প্রতীক), মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আ,লীগের সভানেত্রী মরিয়ম বেগম নিসু (হাঁস প্রতীক)।
অন্য দিকে রয়েছেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের মনোনীত এবং আ.লীগের একাংশের প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে সাবেক উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার (ঘোড়া প্রতীক), ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (একাংশের) মাহামুদ রাহাত জামশেদ (তালা প্রতীক) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ত্র্যাড.ঝর্না বেগম (প্রজাপতি প্রতীক)।
উপজেলা চেয়ারম্যান পদে আরো লড়ছেন, অবসারপ্রাপ্ত খ ম মশিউর রহমান লাভলু বিশ্বাস (কাপ-পিরিচ প্রতীক) ও সজল কুমার হালদার ( দোয়াত-কলম প্রতীক)।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.