নীলফামারী প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, "আমি অন্যায়কারী হলে আমার শাস্তি আমি মেনে নেবো, এটা আমাদের দলের সিদ্ধান্ত। আগামীতে ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে কারো মুখের দিকে তাকিয়ে বিচার করা যাবে না।"
নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আশা কমিউনিটি সেন্টারে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল হালিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আইনের মাধ্যমে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে চায়, যেখানে সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত হবে। কোরআন মেনে চললে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় মাগুরার শিশু আছিয়া হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "এই নৃশংস হত্যাকাণ্ড আমরা কেউ মেনে নিতে পারি না। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।" তিনি জানান, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান নিহত শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.