নোবিপ্রবি সোসাইটি ফর ডিজেবল্ডের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০৯:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে নোয়াখালীতে বসবাসরত ১০০টি বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে নোবিপ্রবি সোসাইটি ফর ডিজেবল্ড ।
১৬ ই মার্চ ( রবিবার) বিকেল ৫ টায় কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, ছাত্র-শিক্ষক পরামর্শ বিভাগের পরিচালক, বিভিন্ন বিভাগের ডীন ও শিক্ষকসহ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সোসাইটি ফর ডিজেবল্ড এর সভাপতি ইয়াসিন বলেন,- ‘যতবার ভিসি, প্রো-ভিসি স্যারের কাছে যায়, তারা এমনভাবে ব্যবহার করে যে আমরা একটা সাহস পায়। বুঝতে পারি আমরা একা না, আমাদেরও একটা পরিবার আছে। তাদের সার্বিক সহযোগিতার জন্য নোবিপ্রবি প্রশাসন কে ধন্যবাদ।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজুওয়ানুল হক বলেন,-“আজকের প্রোগ্রামটা আমাদের জন্য আসলেই খুব স্পেশাল। এই ক্লাবটিও আামার কাছে স্পেশাল। যারা স্পেশাল চাইল্ড বা স্পেশাল পিপল আছি এর পিছনে আল্লাহর বিশেষ একটা উদ্দেশ্য আছে,তাই আমরা স্পেশাল পিপল। এই স্পেশাল পিপলদের জন্য ওরা যে গতানুগতিক ব্যবস্থার বাইরে ডিফারেন্ট কাইন্ড অফ একটা প্রোগ্রাম আয়োজন করলো,এটা আমার কাছে খুব ভালো লাগলো।”
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, -“এই ধরনের একটা অনুষ্ঠানে আমি ব্যক্তিগতভাবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতেও আরো বেশি সাহায্য করতে পারব। স্পেশাল মানুষ হয়েছে বলে পিছিয়ে পড়বে এটা হতে পারে না ।আমাদের নৈতিক দায়িত্ব এদের মূল স্রোতে নিয়ে আসা। আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলতে চাই, প্রশাসনের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে নিশ্চিত করতে চাই, আপনারা আমাদের দিক থেকে সব ধরনের সহযোগিতা সব সময় পাবেন। কোন ধরনের সহযোগিতায় আমাদের দায়িত্ব- কর্তব্যে কোন ধরনের ঘারতি হবে না। পড়াশোনার মাধ্যমে আল্লাহ প্রদত্ত মেধা কাজে লাগিয়ে আপনারা সমাজের মূলধারায় এসে অবদান রাখবেন, এটাই হোক আমাদের প্রতিপাদ্য।”