
নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাহিত্য সংগঠন "শব্দকুটির"-এর ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজতবা ফয়সাল নাঈম এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন শিক্ষা প্রশাসন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী অর্পিতা সাহা।
কমিটিতে অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন,,আহলুল জান্নাত, সুরাইয়া আমান চৌধুরী(সহ-সভাপতি), জসিম উদ্দিন(সহ-সাধারণ সম্পাদক), আফিয়া আবিদা এশা(সাংগঠনিক সম্পাদক), মাহবুবা ইসলাম মিলি(সহ-সাংগঠনিক সম্পাদক), সুমাইয়া ইসলাম সারা(কোষাধ্যক্ষ), শান্ত রায়(দপ্তর সম্পাদক), অর্পিতা পোদ্দার অর্পণ(সহ-দপ্তর সম্পাদক), মো. শফিউল্লাহ(প্রচার ও মিডিয়া সম্পাদক), নাহিদা আক্তার তাহিয়া(সহ-প্রচার সম্পাদক), মারুফ মজুমদার(আবৃত্তি বিষয়ক সম্পাদক), আবৃতা গুপ্তা (সহ-আবৃত্তি বিষয়ক সম্পাদক), জান্নাতুল মাওয়া তামান্না(কর্মশালা বিষয়ক সম্পাদক), মোহাম্মদ ইউসুফ শেখ(প্রকাশনা বিষয়ক সম্পাদক), মো. মারুফ(সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক), মেহরাজ হোসেন রাজু(লেখালেখি বিষয়ক সম্পাদক), জাহিদ হোসেন(সহ-লেখালেখি বিষয়ক সম্পাদক),
রশিক আন-নূর(পাঠচক্র বিষয়ক সম্পাদক), সাদউল্লাহ (সহ-পাঠচক্র বিষয়ক সম্পাদক), ফারদিন পারভেজ(সদস্য বিষয়ক সম্পাদক), মহি উদ্দিন, মাজেদা বেগম, মোহাম্মদ জুবায়ের(কার্যনির্বাহী সদস্য)।
সাধারণ সম্পাদক অর্পিতা সাহা বলেন, "শব্দকুটির বিশ্ববিদ্যালয়ের সাহিত্যপ্রেমী শিক্ষার্থীদের প্রাণের ঠিকানা। এরকম একটি মঞ্চের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আপ্লুত। আমি সর্বোচ্চ চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ে সাহিত্য চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য।"
সভাপতি মুজতবা ফয়সাল নাঈম বলেন, "নোবিপ্রবি সাহিত্য সংগঠন 'শব্দকুটির'প্রতিষ্ঠার পর থেকেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে নানাভাবে সাহিত্য চর্চা অব্যাহত রেখেছে। অসংখ্য গুণী মানুষ ইতিপূর্বে শব্দকুটিরকে এগিয়ে নিয়েছেন। এখন আমাদের উপর দায়িত্ব অর্পিত হলো, আমরা চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সাহিত্য চর্চাকে আরো বিস্তৃত করার।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.