মোঃ শফিউল্লাহ,নোবিপ্রবি প্রতিনিধি:-
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কক্সবাজার স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান।বুধবার (১৮ ই সেপ্টেম্বর) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা পরিষদের পক্ষে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন জিগার ইবনে কাদের, ফারুক মো. ইসহাক, মোহাম্মদ আলমগীর, ফারজানা সুলতানা আইভি এবং তাপস কান্তি দেব।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মো. মেহেদী হাসান, মিনহাজ উজ জামান মাহমুদ, ইনজামামুল হক আদিল এবং ধ্রুবা বড়ুয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপদেষ্টা পরিষদ বরাবর উপস্থাপন করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.