একে. আজাদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নেকমরদ সরকারি কলেজের বাউন্ডারি দেওয়াল ঘেঁষে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে তৌহিদুর রহমান নামে এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নেকমরদ সরকারি কলেজের বাউন্ডারি সাথে দখল করে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। এতে স্থানীয় লোকজন এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, দ্রুত মাপজোক করে সম্পত্তি উদ্ধার করা হোক।
ঘর নির্মাণকারি তৌহিদুর রহমান বলেন, কলেজের বাউন্ডারির বাইরে ঘর নির্মাণ করা হচ্ছে। আমার দাদা এক একর জমি কলেজকে দান করছে কলেজ প্রতিষ্ঠার সময়, আমার এবং আমার চাচাদের আরও বাকী ৩ শতক জমির রয়েছে, তার মধ্যে একটি ঘর তোলা হচ্ছে।
নেকমরদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন সকালের সময়কে বলেন,বিষয়টি আমি জেনেছি, আমি বোর্ডের কাজে রাজশাহীতে গেছিলাম আজ ফিরতেছি, আগামীকাল কলেজ স্টাফদের নিয়ে এবিষয়ে মিটিং করবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নেকমরদ সরকারি কলেজের সভাপতি মাজলুবিন রহমান বলেন, ঘর তোলার বিষয়টি আমি জানি না, বিষয়টি আমি দেখতেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.