সাকিল ইসলাম, স্টাফ রিপোর্টার,নীলফামারী।
পরিবেশবান্ধব শিক্ষা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গ্রীন ভয়েস, নীলফামারী সরকারি কলেজ শাখা আয়োজন করে এক সৌজন্য সাক্ষাৎ ও দেয়ালিকা স্থাপন কর্মসূচির।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: গোলাম মোস্তফা চৌধুরী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সবুজ উপহারের মাধ্যমে বরণ করে নেয় সংগঠনের সদস্যরা। পরিবেশের প্রতি ভালোবাসা ও প্রতিশ্রুতির প্রতীক হিসেবে অধ্যক্ষ মহোদয়ের হাতে একটি ফলজ চারা গাছ তুলে দেওয়া হয়। এটি শুধুমাত্র একটি গাছ নয় বরং একটি সবুজ পৃথিবী, টেকসই ভবিষ্যৎ এবং সচেতন শিক্ষাঙ্গনের স্বপ্নকে ধারণ করে।
সৌজন্য সাক্ষাতের প্রাণবন্ত পরিবেশে অধ্যক্ষ মহোদয় গ্রীন ভয়েসের পরিবেশবান্ধব এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশ সচেতন করে গড়ে তুলতে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অধ্যক্ষের কার্যালয়ের সামনে গ্রীন ভয়েসের বিগত বছরের কার্যক্রমসমূহ তুলে ধরে একটি দেয়ালিকা স্থাপন করা হয়। দেয়ালিকায় সংগঠনের বৃক্ষরোপণ, প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গঠন, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক কর্মকাণ্ডের চিত্র স্থান পায়।
এই আয়োজন যেন কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয় বরং একটি নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে সবুজ ও সচেতন আগামীর পথে এগিয়ে চলার অঙ্গীকার।
সবুজে গড়ি ভবিষ্যৎ, সচেতনায় বাঁচুক পরিবেশ।
গ্রীন ভয়েস স্বপ্ন দেখে একটি সবুজ আগামীর।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.