নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিনদিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন

- আপডেট সময় : ০৯:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী সদর উপজেলার আয়োজনে ‘রংপুর বিভাগ ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের’ আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। মেলাটি চলবে আগামী বৃহস্পতিবার (২৭জুন) সন্ধ্যা পর্যন্ত।
কৃষি বিভাগের নানা কর্মসূচি এবং সদর উপজেলায় উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য মেলায় উপস্থাপন করা হয়। সেখানে কৃষির ওপর উৎপাদিত পণ্যের ২৩টি স্টোল স্থান পেয়েছে। উদ্বোধন শেষে স্টোল গুলো সরেজমিনে পরিদর্শন করেন আসাদুজ্জামান নূর।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হকের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বর্তমান ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, পৃষ্ঠপোষকতায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ ও নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, একই অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পাঁচজন বীর মুক্তিযোদ্ধার জন্য নির্মিত বাড়ীর চাবি এবং উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ‘উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪ জনের মাঝে ১৪ লাখ টাকার ঋণের চেক হস্তান্তর করেন সংসদ সদস্য।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুর রইফ চৌধুরী, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, পঞ্চপুকুরের ওয়াহেদুল ইসলাম, টুপামারী ইউনিয়নের মছিরত আলী শাহ্।