নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ৫ মৌজার কৃষক-কৃষানীর ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক দুই উপজেলার কৃষক-কৃষানীদের বিরুদ্ধে হয়রানী মুলক ১১টি মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলার দুই উপজেলা ভুক্তভোগীরা।
সোমবার (২ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন ভুক্তভোগীরা। জেলা প্রশাসক পক্ষ্যে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে তাঁরা।
এসময় ভুক্তভোগীদের দাবীর সমর্থন জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করেন, কৃষক নেতা আলম মিয়া, বাদল মিয়া স্বপন, আব্দুল আলিম, আব্দুর রশিদ বাবু জাহেদুল ইসলাম যাদু, খোরশেদ আলম আলো চৌধুরী, নীলফামারী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড.আল মাসুদ চৌধুরী, ডোমার উপজেলা বিএনপি’র সভাপতি রিয়াজুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জেলা সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
বক্তারা, নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার কুটিরডাঙ্গা, রামডাঙ্গা,পচারহাট,চিড়াভিজা গোলনা, খারিজা গোলনায় দুই উপজেলার এ ৫টি ইউনিয়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অন্যায় ভাবে কৃষক-কৃষানীর ১২১৭ একর জমির মধ্যে ১০৪ একর জমি অধিগ্রহণ করে পুরো ১২১৭ একর জমিতে কৃষক-কৃষানীর ঘর-বাড়ী উচ্ছেদ করার তীব্র নিন্দাসহ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাতিল এবং কৃষক-কৃষানীর বিরুদ্ধে দায়ের করা হয়রানী মুলক ১১টি মামলা প্রত্যাহারের দাবী জানান।
এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নীলফামারী কার্যালয় গিয়ে কোন কর্মমকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.