মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী:নীলফামারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার ডিমলা থানা এলাকা হতে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩, সিপিসি-২।
গ্রেফতারকৃত হলেন, ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের পাইকারটারী এলাকার মৃত ছফির উদ্দীন এর ছেলে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে সাদ্দাম(২৮)।
বুধবার (২ এপ্রিল) রাতে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের পাইকারটারী এলাকার জনৈক শরিফুল ইসলাম এর বসত ঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার পুর্বক জব্দ করে এবং মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একই এলাকার আমিনুর রহমান এর ছেলে অপর মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম (৩২) পালিয়ে যায়।
বৃহস্পতিবার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এঁর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী।
জানতে চাইলে, র্যাব-১৩,সিপিসি-২, নীলফামারী জানায়, 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। এঘটনায় পলাতক মাদক ব্যবসায়ীকেও গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নীলফামারী জেলার ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.