স্টাফ রিপোর্টার:-
নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
ধর্ষণের ঘটনায় জড়িতরা হলেন আতাউর রহমান(৩৫), রফিকুল ইসলাম(৪৯), আলী হোসেন(৪৫), জামিয়ার রহমান(৪২), সিরাজুল ইসলাম(৪৫), গোলাম মোস্তফা। তারা সকলে গোড়গ্রাম কির্ত্তনীয়া পাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, রবিবার রাতে হাজীগঞ্জ বাজারে অটোমেকার সিরাজুল ইসলামের দোকানের পেছনে বুদ্ধি প্রতিবন্ধি এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে মারডাং করে তাড়িয়ে দেয় এই ছয় ব্যক্তি।
বিষয়টি জানতে পেরে ওই ছয় ব্যক্তিকে ইউনিয়ন পরিষদে আটকে রাখেন চেয়ারম্যাম মাহবুব জর্জ। পরবর্তিতে ধর্ষিত ওই নারীকে চওড়া বড়গাছা ইউনিয়নের ভাঙ্গামাল্লি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীরুল ইসলাম জানান, এ ঘটনায় গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব জর্জ বাদী হয়ে একটি মামলা করেছেন।
গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.