নিজেস্ব প্রতিনিধি:
শনিবার সকালে নীলফামারী পৌরসভা মিলোনায়তনে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপি’র প্রোগ্রাম অফিসার প্রশান্ত বাস্কে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পৌর সভার ৫ম বারের জননন্দিত মেয়র কৃষিবীদ দেওয়ান কামাল আহমেদ।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, নীলফামারী পৌর সভার প্যানেল মেয়র মো. মোস্তাফিজার রহমান, পৌর কাউন্সিলর, তন্বি তালুকদার, রত্না রানী মাহমুদা নাসরিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা সুলতানাসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপি’র প্রোগ্রাম অফিসার প্রশান্ত বাস্কে বলেন, “জেলা সদরের প্রায় ৩ হাজার শিশুদেরকে এসব উপহারের আওতায় আনা হয়েছে। এর মধ্যে শুধু মাত্র পৌর এলাকায় রয়েছে ৫শতাধিক শিশু।
ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী পেয়ে খুশি শিশুরা। মেধা বিকাশে এসব উপহার সামগ্রী শিশুদের লেখা-পড়ায় আরও উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন অভিভাবকেরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.