নীলফামারী প্রতিনিধি:বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীতে আলোচনা সভা, কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) সূর্যদয়ের সাথে সাথে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
এদিন বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারন সম্পাদক জহুরুল আলম।
এসময় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আবু মো. সোয়েম, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেফু, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবুসহ আরও অনেকে বক্তৃতা দেন।
এছাড়াও জেলা,উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.