নীলফামারী প্রতিনিধি:“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীতে উদযাপিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালী শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আলোচনা সভায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জন দপ্তরের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আতিউর রহমান শেখ, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বিজিবি ৫৬ ব্যাটালিয়ন নীলফামারীর নায়েব সুবেদার রহমুতুল্লাহ কবির বক্তৃতা দেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কাযালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।
বক্তরা বলেন, মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার রোধে প্রত্যেকটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে। একই সাথে মাদকের কালো থাবায় কিশোর ও যুব সমাজ যাতে আসক্ত হতে না পারে তার জন্য সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।
আলোচনা সভা শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী বিষয়ক চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের প্রধানগণ সহ নানা শ্রেণী পেশার মানুষের এতে অংশগ্রহন করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.