নীলফামারী প্রতিনিধি: গেল ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের ফলাফল গননায় বিভিন্ন অসঙ্গতির কথা ধরে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী (ফুটবল প্রতীকে) প্রার্থী আরিফা সুলতানা লাভলী।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে নীলফামারী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ প্রার্থী বলেন, সদরের চওড়া বড়গাছা, লক্ষীচাপ, গোড়গ্রাম ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের ভোট গননায় বিভিন্ন অসঙ্গতিসহ অভিযোগ করে বলেন, ভোটার উপস্থিতি কম থাকা সত্ত্বেও কিছু কেন্দ্রের ফলাফলে এক হাজার থেকে দেড় হাজার ভোট দেখানো হয়েছে৷ যা বাস্তব সম্মত নয়। উদাহরণ স্বরূপ তিনি বলেন, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ১৪৭টি ভোট কাস্ট হয়েছে দেখানো হয়েছে। একই পরিমাণ ভোট দেখানো হয়েছে লক্ষীচাপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও। এ থেকে বোঝা যায় ফলাফল প্রকাশে অসংগতি রয়েছে।
তিনি আরো বলেন, হয়ত কোনোভাবে আমাকে দাবিয়ে রাখার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে।
জানতে চাইলে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা মেহেদী হাসান জানান, "নির্বাচনের ফলাফল নিয়ে কারো অভিযোগ থাকলে এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করতে পারেন। নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে"৷
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.