নীলফামারী প্রতিনিধি: জেলার সদর উপজেলার নীলফামারী-ডোমার মহাসড়কের উপর এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
আহত বৃদ্ধ জেলার সদর উপজেলার সহদেব বড়গাছা মালুটারি গ্রামের মৃত সমেজ উদ্দিনের ছেলে মোঃ আবুল হোসেন কারী (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১জুলাই) ভোর ৫টা বা সাড়ে ৫টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের রাস্তার বাম পাশে জনৈক নুর আলী এর জমির সংলগ্ন পাকা রাস্তার উপর অজ্ঞাত দুর্বৃত্তরা ওই বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে তিনি, আশংকজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, “খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে নীলফামারী থানাপুলিশ। আসামী সনাক্ত ও গ্রেফতারে কাজ করছে নীলফামারী থানাপুলিশ, ডিবি পুলিশ ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয় (র্যাব) সদস্যরা”।
তিনি আরোও বলেন, “এ ঘটনায় নীলফামারী থানায় একটি মামলা রুজু হয়েছে। যার মামলা নম্বর০১, তারিখ ০১জুন, ২০২৪, ধারাঃ ৩৪১/৩২৬/৩০৭ দন্ডবিধি”।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.