নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বর্ণাঢ্য র্যালী শহরের পিটিআই মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো সেখানে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা বিএনপি’র আহ্বায়ক মীর সেলিম ফারুক এঁর সবাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম জিয়ার ভাগ্নে বিএনপি মনোনীত নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। জেলা বিএনপির সদস্য সচিব এ. এইচ. এম. সাইফুল্লাহ্ রুবেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা তারেক রহমানের ৩১দফা দাবী তুলে ধরেন এবং আসন্ন রমজানের আগেই জাতীয় নির্বাচনের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.