নীলফামারী প্রতিনিধি:- নীলফামারীর পলাশবাড়ীতে ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
রবিবার ( ১৮ আগষ্ট) পলাশবাড়ী পরশমণি উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর শিক্ষার্থীরা ।
অভিযোগে জানাযায়, জন্মনিবন্ধনের ভুল সংশোধনের জন্য ভুক্তভোগী মানষী রানী (ছদ্মনাম) কে দিনাজপুর শিক্ষা বোর্ডে নিয়ে যাওয়ার কথা বলে, দিনাজপুরের কান্তজিউর মন্দিরে নিয়ে যান ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হৃষিকেশ রায়। পরে ভুক্তভোগী ওই ছাত্রীকে মন্দিরের ভিতরে জোরজবরদস্তি করে যৌন হয়রানির চেষ্টা করেন অভিযুক্ত হৃষিকেশ রায়।
এছাড়াও ঘটনাটি প্রকাশ না করতে ভয়-ভীতিরও হুমকি দেন অভিযুক্ত শিক্ষক। পরবর্তীতে ভুক্তভোগী ওই ছাত্রী বিষয়টি তার মা-বাবাকে জানায়।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অভিযুক্ত শিক্ষক হৃষিকেশ রায়ের বিচার চেয়ে বক্তারা বলেন, একজন বাবা তার সন্তানকে নিরাপদ ভেবেই বিদ্যালয়ে পাঠান। কিন্তু শিক্ষক যখন এমন চরিত্রের অধিকারী হয়, তাহলে সেই প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থীই নিরাপদ নয়। এরকম চরিত্রহীন শিক্ষকের পদত্যাগসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
প্রসঙ্গত: এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হৃষিকেশ রায়ের শাস্তির দাবিতে গত ১৭ জুলাই বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবকসহ ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.