নীলফামারীতে ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় শিক্ষকের বিচার চেয়ে মানববন্ধন

- আপডেট সময় : ১২:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে শিক্ষকের প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষাণ করায় শিক্ষকের দ্বারা ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছে জেলা সদরের পলাশবাড়ী পরশমণি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীসহ অভিভাবকেরা।
অভিযোগে বর্ণিত, জন্ম নিবন্ধনের ভুল সংশোধনের জন্য মানষী (ছদ্মনাম)কে তার দাদুবাড়ী থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডে নিয়ে যাওয়ার কথা বলে, দিনাজপুর জেলাস্থ কান্তজিউর মন্দিরে নিয়ে যায় জেলা সদরের পলাশবাড়ী পরশমণি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অভিযুক্ত ঋষিকেষ রায়। পরে ভুক্তভোগী ওই ছাত্রীকে মন্দিরের ভিতরে প্রবেশের কথা বলেন তিনি। ভুক্তভোগী ছাত্রী মানষী (ছদ্মনাম) ওই মন্দিরে প্রবেশ করতে না চাইলে, তাকে জোর জবরদস্তিও করেন অভিযুক্ত শিক্ষক ঋষিকেষ রায়। শিক্ষকের উদ্দেশ্য খারাপ দেখে সেখানে থেকে একই চলে আসার সিদ্ধান্ত নেয় ভুক্তভোগী ওই ছাত্রী। পরে ভুক্তভোগী ওই ছাত্রীকে ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন ধরণের ভয়-ভীতির হুমকী দিয়ে তার দাদু বাড়ীর সামনে রেখে চলে যায় অভিযুক্ত শিক্ষক ঋষিকেষ রায়। পরবর্তীতে বিষয়টি ভুক্তভোগী ওই ছাত্রী তার বাবা-মাকে জানায়।
এদিকে, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ঋষিকেষ রায়ের শাস্তির দাবীতে স্থানীয় পলাশবাড়ী বাজারে মানববন্ধন করেন পলাশবাড়ী পরশমণি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থী, অভিভাবকসহ ভুক্তভোগী ওই ছাত্রী ও তার পরিবার।
মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ওই শিক্ষক ঋষিকেষ রায়ের বিচার চেয়ে বলেন, ”একজন বাবা তার সন্তানকে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে নিরাপদ ভেবেই বিদ্যালয়ে পাঠান। কিন্তু একজন শিক্ষক যখন এমন চরিত্রের অধিকারী হয়, তাহলে সেই প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থীই নিরাপদ নয়। আমরা এরকম চরিত্রের শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি”।