নীলফামারীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
- আপডেট সময় : ১১:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখা।
রবিবার (০৭ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের গ্রাড়াগ্রাম নতুন টেপারহাট এলাকায় টিন বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, জেলা জামায়াতের আমীর ও নীলফামারী ০১ আসনের সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাদিম, প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি ছাদের হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর নীলফামারী ০৪ আসনের সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম, নীলফামারী সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ, ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান সহ আরও অনেকে।
ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেন, “গত ৫৪ বছরে ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ অথবা সমাজতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরির্বতন করেনি। জামায়াতে ইসলাম সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সংসদে গেলে মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবে। মুসলিম-অমুসলিম, নারী-পুরুষ, ধম-বর্র্ণ নির্বিশেষে দেশের জনগণকে সাথে নিয়ে শান্তির দেশ কায়েম করবে। কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে”



















