স্টাফ রিপোর্টার:-
নীলফামারী জেলা সদরের পলাশবাড়ীতে গরু চুরি বন্ধ ও চোরদের গ্রেফতারের দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে ভুক্তভোগীসহ পলাশবাড়ী ইউনিয়নের বাসিন্দারা।
সম্প্রতি ইউনিয়নের পলাশবাড়ী বাজারে এ কর্মসূচী পালন করা হয়। বাবু সুবাস চন্দ্র রায়ের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলী প্রামানিক।
মানববন্ধন কর্মসূচীতে গরু চুরি বন্ধ ও চোরদের গ্রেফতারের দাবী তুলে মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বাবু শান্তিপদ রায়, ইউনিয়ন আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক, বাবু কৃষ্ণ কমল রায়, বাবু কেশব চন্দ্র রায়, আব্দুস সাত্তার, ভুক্তভোগী মোহাম্মদ আবুসামা, মোঃ জহুরুল ইসলাম। উক্ত মানববন্ধনে সাথে একাত্মতা ঘোষনা করে ভার্চুয়ালী যোগ হয়ে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।
মানববন্ধনে চোরদের দ্রুত গ্রেফতারের দাবীতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীসহ স্থানীয়রা।
এদিকে, নীলফামারী থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. গোলাম সবুর (পিপিএম) নীলফামারী জেলায় যোগদান করার পর থেকেই মোটর সাইকেল চুরি, গরু চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকদ্রব্য বন্ধে নিরসল ভুমিকা পালন করছেন। ফলে, এ জেলায় মাদকদ্রব্যের ব্যবহারসহ সব ধরণের চুরি বন্ধের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। কমেছে মামলার জট, বন্ধ হয়ে গেছে দালালদের দৌড়াত্ম গত ৩ মাসে বহু সংখ্যক গরু চোর ও মোটর সাইকেল চোরদের গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার কার্যক্রম চলমান। নীলফামারী জেলাকে মাদক ও চোর মুক্ত করে সর্বদাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর তিনি।
এ বিষয়ে পলাশবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার’র সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, “আমিও চাই পলাশবাড়ী ইউনিয়নে চোর নির্মুল হোক। ক’দিন আগেই পলাশবাড়ী ইউনিয়নে আয়োজিত নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গণসংবর্ধনা অনুষ্ঠানে গরু চোরদের গ্রেফতারের জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষনা করেছি”।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.