নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদসহ শিক্ষাবৃত্তি প্রদান করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যান সমিতি।
শনিবার (২৬ এপ্রিল) নীলফামারী পুলিশ লাইন একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ শিক্ষাবৃত্তি দেয়া হয়। এসময় একাডেমির প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুলিশ লাইন একাডেমি স্কুলের সভাপতি নীলফামারী পুলিশ সুপার এ,এম,এফ তারিক হোসেন খান।
একাডেমির অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক মো: রবিউল ইসলাম প্রামানিক।
ভালো ফলাফলে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট সনদসহ শিক্ষাবৃত্তি প্রদান শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা বলে মনে করছেন শিক্ষার্থীসহ অভিভাবক ও শিক্ষকগণ।
নীলফামারী পুলিশ লাইন একাডেমির প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, ২০২৬ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এই জন্য যে, ভালো ফলাফল করলে আগামীতে এভাবে তোমরাও পুলিশ সুপার স্যারের হাত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করার সুযোগ পাবে। কাজেই পড়াশোনায় মনোযোগী হতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.