নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে ইউপি সদস্যসহ ৮ জুয়ারি গ্রেফতারসহ জুয়া খেলার সরঞ্জামাদী ও ৬৫ হাজার ৩২০ টাকা জব্দ করেছে নীলফামারী থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী থানাধীণ পঞ্চপুকুর ইউনিয়নের পঞ্চপুকুর বাজারে জণৈক রশিদুল ইসলাম এর ঘরের ভিতর টাকার বিনিময় জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃতরা হলেন, মনসুর আলীর ছেলে রবিউল ইসলাম,(৪০), নুর মোহাম্মদ এর ছেলে মোঃ আব্দুল জলিল (৩৫), নগেন চন্দ্র রায়ের ছেলে গজেন চন্দ্র রায় (৩৪), মোজাম উদ্দিনের ছেলে নুর ইসলাম(২৪), আব্দুল হকের ছেলে মেনাজুল ইসলাম(২৫), শফিয়ার রহমানের ছেলে মোফিজুল ইসলাম(৪২), আশরাফ আলীর ছেলে আব্দুল হালিম(২৮) এবং মোকছেদ আলীর ছেলে পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান(৪০)৷ তাদের সকলের বাড়ী পঞ্চপুকুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, পঞ্চপুকুর বাজারে রশিদুল ইসলামের ঘরের ভিতরে জুয়া খেলছিলেন তারা এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ইউনিয়ন পরিষদ সদস্যসহ আরো সাতজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জাম তাস এবং নগদ ৬৫হাজার ৩২০টাকা জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.