
নীলফামারী প্রতিনিধি:ইকোনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) স্থাপনের জন্য ১০৬.০৬ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
সোমবার (৮ডিসেম্বর) সদর উপজেলার ঢেলাপীর নামকস্থানে বেজা কর্তৃপক্ষের কাছে জমির কাগজ পত্র সহ জমি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মলি আক্তার ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মেহেদি ইমাম, বেজার সহকারী পরিচালক মির্জা আবুজর শুভ প্রমুখ।
জেলা প্রশাসন সুত্র জানায়, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ২০১৬ সালে ১০৬.০৬ একর জমি রেজিস্ট্রি সম্পন্ন হয়। যা আজ সোমবার বেজার কাছে হস্তান্তর করা হলো। এখন থেকে এই জমিতে কার্যক্রম সম্পন্ন করবে বেজা।
জানতে চাইলে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। দ্রুত কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.