রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে অনলাইন অ্যাক্টিভিস্ট মো. শিমুল হোসেনকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ঝিনাইদহ জেলা শাখার পলাতক সভাপতি সজিব হোসেন। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করায় এ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পরদিন বুধবার রাতে শিমুল হোসেন ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর: ১০৩৭।
শিমুল অভিযোগ করেন, তিনি শহরের ২নং পানির ট্যাংকি পাড়ায় নিজের ‘শিমুল মিডিয়া’ অফিসে বসে থাকা অবস্থায় সজিব হোসেন তাকে ম্যাসেঞ্জারে ফোন করেন এবং অস্ত্র ও লাঠি হাতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করার কারণ জানতে চান।
শিমুল জানান, উত্তরে তিনি বলেন, “এই ভিডিও তো অনেকেই শেয়ার করেছে, আমি করলেই দোষ কেন?” তখন সজিব হুঙ্কার দিয়ে বলেন,
“সবাই করুক, তুই করবি ক্যা?”
এরপর এক পর্যায়ে সরাসরি হুমকি দিয়ে বলেন,
“জুলাই তো আবার আসবে, সামনে জুলাই তুই কই থাকবি? তোর চোখে গুলি করে হত্যা করা হবে।”
এই হুমকির অডিও রেকর্ড বুধবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জুলাই আন্দোলনে জড়িত ছাত্রনেতা-কর্মীদের মাঝে তীব্র উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী এলমা খাতুনের স্বামী শিমুল হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক সচেতনতা ও রাজনৈতিক ইস্যুতে অনলাইনে অ্যাক্টিভিজম করে আসছেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, “বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। এসআই মনোজ কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.