নির্বাচিত হলে হরিপুর উপজেলা থেকেই উন্নয়ন শুরু-মাওলানা আব্দুল হাকিম
- আপডেট সময় : ০৯:৪২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

মো. গোলাম রববানী,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ঠাকুরগাঁও-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী হরিপুর উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেছেন তিনি।
বুধবার(১০ ডিসেম্বর) উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে, হরিপুর উপজেলার হরিপুর আলিম মাদরাসায় বিকালে মনজুর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঠাকুরগাঁও-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আবদুল হাকিম, এ সময় আরো সফর সঙ্গী ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমীর, ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, হরিপুর উপজেলা শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম সহ হরিপুর উপজেলার জামায়াতের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম বলেন, ঠাকুরগাঁও-০২ আসনের কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসবাদীদের স্থান হবে না। আমরা জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, জনগণের ন্যায় অধিকার ও নিরাপত্তার প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ ।
হরিপুর উপজেলার সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে মাওলানা আব্দুল হাকিম বলেছেন ঠাকুরগাঁও ২ আসনের অফিস আদালত সব জায়গায় দুর্নীতিতে ভরা, আমরা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হই, তাহলে দূর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে দমনের চেষ্টা করবো। ঠাকুরগাঁও-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আবদুল হাকিম বলেন, “জামায়াত ইসলাম গণমানুষের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ দল। ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী নির্বাচনে দেশের সঠিক নেতৃত্ব মাধ্যমে দেশকে এগিয়ে যাবে। আগামী নির্বাচনে জনগণের বিশ্বাস ও ভালোবাসা সমর্থনে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বে সরকার গঠন করবে। আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক শক্তি নয়, জনগণের কল্যাণ ও ন্যায়সঙ্গত সমাজ বিনির্মাণ।
ঠাকুরগাঁও-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আবদুল হাকিম তার বক্তব্যে নির্বাচনের ন্যায্যতা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার উপরও জোর দেন। তিনি আরো জানান যে যদি কেউ হিমাগার তৈরি করতে চান, তাকে সর্বাত্তক সহযোগিতার আশ্বাস প্রদান করা হবে । স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ থাকলে সকল সমস্যার সমাধান করা যাবে। তবে তিনি জানান এমপি নির্বাচিত হলে হরিপুর উপজেলা থেকেই উন্নয়ন কাজের শুরু করবে এমনটাই জানিয়েছেন । সাংবাদিক বন্ধুদের দেশের ক্রান্তিলগ্নে সঠিকভাবে তথ্য উপাত্ত তুলে ধরার জন্য আবেদন করেন। মত বিনিময়কালে সাংবাদিকদের নেতৃত্ববৃন্দকে বলেন, সাংবাদিকগণ হচ্ছে সমাজের দর্পণ, সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।



















