নির্বাচিত হলে স্মার্ট উপজেলা গড়তে কাজ করতে চান ভাইস চেয়ারম্যান প্রার্থী শোভন

- আপডেট সময় : ১০:০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। মোট চার ধাপে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম ধাপ চলমান থাকলেও সারা দেশেই বিরাজ করছে উপজেলা নির্বাচনের আমেজ। চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচন। এরই মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন অনেকেই । তাদের মধ্যে একজন সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসেন শোভন।
জানা যায়, ছাত্রজীবন থেকেই সাদ্দাম হোসেন শোভন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি শিক্ষার্থীদের ভোটৈ বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ (বাকসু)’র সহ- ছাত্র মিলানায়তন সম্পাদক নির্বাচিত হন। এরপর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কার্য নির্বাহী সদস্য পদ লাভ করেন। সবশেষে তিনি রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাদ্দাম হোসেন শোভন উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের বাসিন্দা এবং রাঙ্গাবালী সদর ইউনিয়নের কাছিয়া বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ছোট ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মৃত আশরাফ আলী সিকদারের ছেলে। তার মা এবং ছোট ভাইও শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন।
নির্বাচনের ব্যাপারে সাদ্দাম হোসেন শোভন বলেন, রাঙ্গাবালী একটি সম্ভাবনাময় উপজেলা। জননেত্রী শেখ হাসিনা একাধিকবার বিভিন্ন প্রোগ্রামে এই উপজেলার নাম বলেছেন। স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে স্মার্ট রাঙ্গাবালী গড়তে এবং এই জনপদের পিছিয়ে পড়া মানুষের সেবা করার জন্য আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হবো। ইতিমধ্যেই আমি নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় দোয়া ও সমর্থন কামনায় জনসাধারণের সঙ্গে সাক্ষাত করছি। জনসাধারণের মাঝ থেকে আমি ব্যপক ইতিবাচক সাড়া পাচ্ছি। আমি বিশ্বাস করি, তারুণ্য নির্ভর উপজেলা পরিষদ গঠন করতে এই উপজেলার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।