নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নের জায়গার ব্যবস্থা করে দিবো- সাবেক এমপি জাহিদুর রহমান
- আপডেট সময় : ০৮:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
মুক্তারুল ইসলাম মুকতার, রাণীশংকৈল প্রতিনিধি :জমিতো আর আমার বাপের দিবোনা। আমি নির্বাচিত হলে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের জন্য সরকারি জায়গার ব্যাবস্থা করে দিবো। আপনারা সেখানে অফিস করবেন। কথাগুলো বলছিলেন ১৮ জানুয়ারি রবিবার সন্ধায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের এক অভিষেক অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
নির্বাচিত কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে নব- নির্বাচিত সভাপতি প্রদিপ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক মেয়র মোকলেসুর রহমান, বিএনপির পৌর সম্পাদক মহশিন আলী, উপজেলা সহ-সভাপতি মাহমুদুল নবী পান্না বিশ্বাস, জামায়াতে ইসলামীর পৌর সম্পাদক আব্দুল মাতিন বিশ্বাস, দোকান কর্মচারী ইউনিয়ন সম্পাদক কামাল পারভেজ, সঞ্চালনায় সহকারি শিক্ষক গোলাম রব্বানী পারভেজ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম প্রমুখ।
শেষে কমিটির নির্বাচিত ৯ জন্য সদস্যকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করা হয়।






















