যশোরে নতুন করে সরকার হঠানোর আন্দোলনের ডাক দিলেন বিএনপি'র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। গত ১১ই ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা বিএনপি'র উদ্যোগে নির্যাতিত নেতাকর্মীদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য বিএনপির পার্টি অফিস লালদীঘির পাড়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বক্তব্যে তিনি ৭ ই জানুয়ারি নির্বাচনকে ডামি নির্বাচন বলে আখ্যায়িত করেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া না দিয়ে সারা দেশের মানুষ ৭-ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়াই সকলকে ধন্যবাদ জানান।
উক্ত বক্তব্যে সবার উদ্দেশ্যে তিনি বলেন আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত রাজপথে থাকবো একজন নেতাকর্মীও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না।
তার বক্তব্যের ভিডিওটি দেখতে দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখুন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.