নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য DNC জেলা কার্যালয় মানিকগঞ্জ অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবা সহ আটক ০২

- আপডেট সময় : ০৫:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ৩৩৭ বার পড়া হয়েছে

মোঃ মোবারক হোসেন:-
মোঃ মানিক মিয়া (৩৬) পিতা মৃত মুন্নাব দেওয়ান,মাতা জামিরন নেছা,সাং দাশের হাটি, ওয়ার্ড নং ০১, ইউ পি চারিগ্রাম পোঃ চারিগ্রাম,থানা সিংগাইর জেলা মানিকগঞ্জকে তার বসতঘরে অবস্হান রত অবস্হায় তার দেহ তল্লাসী করে ২০০পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৪, তারিখ ১৬/১১/২৪।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
মেহেদী হাসান লিটন( ৩৭),পিতা- মোঃ জয়নাল আবেদীন, মাতা- আজিয়া খাতুন সাং দাশের হাটি-ওয়ার্ড ০১,ইউ পি চারিগ্রাম,পোঃ চারিগ্রাম,থানা সিংগাইর জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে আটক পূর্বক দেহ তল্লাসী করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ২৫ তারিখ ১৬/১১/২৪।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।