মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,সাতক্ষীরা:নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভায় মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ ক্লিনিং ক্যাম্পেইন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুখরালী বলফিল্ড থেকে শুরু করে আমতলা মোড়, কুখারালী কলোনীপাড়া ও আশপাশের এলাকায় মাইকিং, জনসচেতনতামূলক প্রচারণা, ময়লা-আবর্জনা অপসারণ এবং জমে থাকা পানি পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়।
ব্র্যাকের ওসিসিএইচ প্রজেক্ট ম্যানেজার অমিত কুমার সরকার বলেন, ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়তে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার আল মা হাবিবা বলেন, সাতক্ষীরাকে পরিচ্ছন্ন রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। ডাস্টবিন ব্যবহার করতে হবে, যত্রতত্র ময়লা ফেলা যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন—ব্র্যাকের মেডিক্যাল টেকনোলজি (টিবি) মাহমুদ হাসান, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা গালিব মিয়া, প্রেয়ণার জেলা সমন্বয়ক নাসরিন সুলতানা, ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটির সমন্বয়ক উত্তম কুমার মিত্র, রেড ক্রিসেন্টের যুব প্রধান ইলিয়াস হোসেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয় সাংবাদিকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.