নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক একটি মায়ের বুকফাটা কান্না — ফিরিয়ে দিন তার জাহিদুলকে
- আপডেট সময় : ০৯:২৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর;
কেউ যদি জানতে চান, মায়ের হৃদয়ভাঙা কেমন লাগে—তাহলে আজই চোখ রাখুন যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের দিকে। সেখানেই প্রতিদিন কান্নায় ভেঙে পড়ছেন এক মা, কারণ তার মানসিক ভারসাম্যহীন ছেলে জাহিদুল ইসলাম গত ২৭ জুলাই (রবিবার) সকাল থেকে নিখোঁজ।
ছেলেটি সেদিন সকালে একটি লাল রঙের পনিস সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়, আর তারপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। বাবা মোঃ তবিবর বিশ্বাস ও তার পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছেন—তবুও না ফিরে আসার যন্ত্রণা গিলে খাচ্ছে তাদের প্রতিটি মুহূর্ত।
জাহিদুল একজন মানসিকভাবে অসুস্থ যুবক। পরিবারের কাছে সে শুধু একজন “বিপদজনক রোগী” নয়—সে একটি পূর্ণ জীবিত স্মৃতি, হাসির মানুষ, একজন স্নেহের সন্তান। তার ফিরে আসার অপেক্ষায় মা বসে আছেন দরজার পাশে, চোখে শুধু একটা প্রশ্ন—”আমার ছেলেটা কই গেল?”
প্রিয় পাঠক,
আপনি হয়তো জানেন না জাহিদুল কোথায় আছে। কিন্তু আপনি জানেন—একটা সন্তান হারানো কতটা কষ্টের। আপনার একটা শেয়ারেই হয়তো পৌঁছে যাবে এই খবর কারো কাছে—যে জাহিদুলকে একবার হলেও দেখেছে।
📞 যদি কোনো খোঁজ পান, অনুগ্রহ করে এই নম্বারে যোগাযোগ করুন:
০১৭৭৫-২৯২৯০৭
একটা কথাই বলি—যে সন্তান মানসিক ভারসাম্যহীন, সেও তার মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ।
আসুন, আজ একসাথে আমরা চেষ্টা করি—আপনার একটি শেয়ারে হয়তো মা ফিরে পাবেন তার হারিয়ে যাওয়া ছেলেকে।
শেয়ার করুন। হৃদয়ে জায়গা দিন। একটি সন্তানের জন্য একটি সমাজ হোক সজাগ।


























