না ফেরার দেশে চলে গেলেন বাহার মাস্টার

- আপডেট সময় : ০১:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ মোবারক হোসেন:-
কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী এম. এ.খালেক উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন গণিত বিভাগের সুপরিচিত ও প্রাক্তন শিক্ষক মোঃ.বাহার মাস্টার আর নেই।
গত রাত ১১:৫৫ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন। তিনি উপজেলার পোনা গ্রামের শিংগিপাড়ার একটি সুনাম ধন্য পরিবারের সন্তান। তার বাবা তৎকালীন যুগে হোমিও চিকিৎসায় খুব অভিজ্ঞ ছিলেন। বহুদিন যাবৎ তারা গ্রামে খুব মর্যাদাপূর্ণ জীবন যাপন করছেন। তাই তার এই বিদায়ে এলাকাবাসী ও তার অসংখ্য ছাত্ররা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বাড়িতে জমা হয়েছে। শেষবারের মতো এই মানুষটিকে দেখার জন্য।
এলাকা জনপ্রতিনিধি ও বিদ্যালয় দায়িত্বশীলগণ ভোরের বাংলা নিউজকে জানান, আর মাত্র মাস খানেক পরে তার চাকরি রিটায়েড হতো। এই মুহূর্তে তার এমন বিদায় কেউ মেনে নিতে পারছে না। এছাড়া মরহুমের পরিবার ও এলাকাবাসী থেকে জানা গেছে, মাস্টারের একটি ছেলে, একটি মেয়ে ও একজন স্ত্রী আছে।