সাকিল ইসলাম ,স্টাফ রিপোর্টার নীলফামারী।।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখার উদ্যোগে “নারী শক্তি, নারী গর্ব” নামক বিশেষ সম্মাননা মূলক ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
এই ক্যাম্পেইনের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস পরিশ্রম করে যাওয়া নারীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এর আওতায় শিক্ষিকা, নার্স, শোরুম কর্মী, উদ্যোক্তাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের শুভেচ্ছা কার্ড ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
গ্রীন ভয়েসের সদস্যরা বলেন, “নারীরা শুধুমাত্র পরিবারের নয়, সমাজ ও দেশের অগ্রগতির অন্যতম চালিকা শক্তি। তাদের কঠোর পরিশ্রম এবং অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। এই ছোট্ট আয়োজনের মাধ্যমে আমরা তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে চেয়েছি।”
সম্মাননা পাওয়া নারীরা এমন উদ্যোগের জন্য গ্রীন ভয়েসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এমন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখা পরিবেশ ও সামাজিক উন্নয়নের বিভিন্ন কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে আসছে। “নারী শক্তি, নারী গর্ব” ক্যাম্পেইনও সেই প্রচেষ্টারই একটি অংশ, যা সমাজে নারীর প্রতি সম্মান ও সমর্থন বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.