নারায়নগঞ্জের রূপগঞ্জে জাঙ্গীর গ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

- আপডেট সময় : ০১:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রিয়াজ মিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ।
বাঙালী জাতির ঐতিহ্য সংস্কৃতি ও পরিচয় কে ধারণ করে এই পহেলা বৈশাখ। এই দিনটিকে ঘিরে বাঙালী আয়োজন করে নানা অনুষ্ঠান। সারা দেশ রূপ নেয় এক নতুন সাজে যেন বাঙ্গালী ফিরে পায় এক নতুন প্রাণ নতুন গান। ঘরে ঘরে আয়োজন করা হয় পান্তা ইলিশের। বড়দের সাথে ছোটরাও কম যায়না। ছোট ছোট শিশু কিশোরদেরও দেখা যায় তাদের মা-বাবা ও অভিভাবকদের সাথে যাচ্ছে বিভিন্ন আচারঅনুষ্ঠানে।
এরই অংশ হিসেবে রূপগঞ্জে জাঙ্গীর গ্রামে আয়োজিত হলো ১৪৩১ বঙ্গাব্দ বরণ। এই নতুন বঙ্গাব্দ বরণ অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব,মোঃ আনছর আলী বিকাল ০৪:০০ ঘটিকায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সকল আওয়ামী লীগের নেতা কর্মী বৃন্দ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব,মোঃ আনছর আলী পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।