নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচছা

- আপডেট সময় : ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ , পিপিএম সেবা, জনাব মোঃ তরিকুল ইসলাম কে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন এর পরিচালনা পরিষদের অন্যতম সদস্য জনাব মোঃ সালাউদ্দিন খাঁন উষ্ণঅভ্যর্থনা ও লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জনাব জনাব মোঃ সালাউদ্দিন খান বলেন রূপগঞ্জের মাটিতে আর যেন মানবাধিকার লঙ্গিত না হয় সেদিকে আপনি সহ আপনার প্রশাসন কে সব সময় তৎপর থাকতে হবে। তিনি আরো বলেন,, রূপগঞ্জ একটি গুরুত্বপূর্ণ এলাকা অতএব এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। যেমন মাদক , নৈরাজ্য ভূমিদস্যুতা হত্যা সহ বিভিন্ন ধরনের অপরাধ ও কর্মকান্ড নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। কাজেই রূপগঞ্জের জনগণের সার্বিক নিরাপত্তায় আপনার পুলিশ প্রশাসন যাতে কঠুর পদক্ষেপ গ্রহণ করেন । এদিকে আপনার নজরে থাকা একান্ত জরুরী মনে করি। কথার প্রসঙ্গে অফিসার ইনচার্জ জনাব মোঃ তরিকুল ইসলাম বলেন আমি এখানে নতুন এসেছি। তবে এখানে এসে জানতে পেরেছি,, আসলেই রূপগঞ্জ থানা এরিয়াটি অত্যন্ত বিপদজনক। তবে কেউ যদি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে তাদেরকে উপযুক্ত আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা সুনিশ্চিত করা আমাদের দায়িত্ব।