নবোদ্যমের ঢাবি শাখার উদ্যোগে রিকশাচালকদের মাঝে ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ

- আপডেট সময় : ০৬:০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
পথশিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন নবোদ্যম ফাউন্ডেশন এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রিকশাচালক-শ্রমিকদের মাঝে ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বুধবার (১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ও কলাভবন এলাকায় নবোদ্যমের স্বেচ্ছাসেবীদল ক্যাম্পাস এলাকার বেশ কয়েকজন রিকশাচালককে তীব্র গরমে একটু স্বস্তির পরশ দিতে এ উদ্যোগ নেয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক শরীফ ওবায়েদুল্লাহও এ সময় উপস্থিত ছিলেন।
দেশের সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষাদানসহ তাদের মাঝে খাবার বিতরণ, ইদের সময় ইদসামগ্রী বিতরণ, শীতকালে শীতবস্ত্র উপহার প্রভৃতি সংগঠনটির নিয়মিত কার্যক্রমের অংশ। পরিবেশ বিপর্যয় রোধে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজ সমূহে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করে আসছে সংগঠনটি। নবোদ্যমের পরিচালনায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্কুল পরিচালিত হয়ে আসছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক শরিফ ওবায়দুল্লাহ জানান, ২০৩০ সালের মধ্যে দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্থায়ী কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।