স্টাফ রিপোর্টার:-
নেত্রকোনার দুর্গাপুরে আত্রাখালী নদীর পাড়ে একটি গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত কৃষকের নাম আব্দুর রহিম (৩০)। তিনি চন্দ্রকোনা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে আব্দুর রহিম তাঁর কৃষি জমিতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেনি। আজ সকালে রহিমকে খুঁজতে বের হন তাঁর মা হালেমা খাতুন। তিনি নদীর পাড়ের একটি মেরা গাছে ছেলের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত আব্দুর রহিমের চাচা আহমদ আলী বলেন, ‘আমার ভাইয়ের বউ (রহিমের মা) সকালে বাড়ি থেকে খুঁজতে বের হয়। নদীর পাড় দিয়ে যাওয়ার সময় মেরা গাছে দেখে রহিম ঝুলে আছে। আমাদের ধারণা, কেউ তাকে মেরে ঝুলীয়ে রাখছে।’
দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী বলেন, মরদেহের সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটী হত্যা নাকি আত্মহত্যা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.