আশরাফ উদ্দিন বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাজীরকান্দা এলাকায় ছোট খালে ভাসমান অবস্থায় যুদ্ধে ব্যবহৃত টর্পেডো বা ক্ষেপণাস্ত্রের সাদৃশ্য একটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে স্থানীয় লোকজনের নজরে পরে এই বস্তুটি। প্রাথমিকভাবে ধারণা করা হয় বঙ্গোপসাগর থেকে ভেসে আসতে পারে। তবে প্রথমে স্থানীয়দের মাঝে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত পুলিশ ও কোস্টগার্ডের সদস্যদেরকে খবর দেয় স্থানীয়রা। কোষ্টগার্ডের সদস্যরা এসে বিষয়টি পর্যবেক্ষণ করে বুঝতে পারবেন এটি কি, কোথা থেকে এসেছে, এটি ব্যবহৃত নাকি ও অব্যবহৃত ইত্যাদি বিষয় নিশ্চিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ দেখি এটি ভাসমান অবস্থায় খালের ভিতরে প্রবেশ করতেছে। এটি কি বা কোন কাজে ব্যবহৃত হয় প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে লোকজন জড়ো হলে, বিভিন্ন রকম আলোচনা ও মতামত শুনতে পাই একের পর এক। কোষ্টগার্ডের সদস্যরা আসলে তারা এটি নিরাপদ স্থানে নিয়ে যাবেন এবং নিশ্চিত তথ্য জানতে পারবো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.