হায়দার,হাবিপ্রবি প্রতিনিধি:-
চলতি বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা (কৃষি পুনর্বাসন) প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও নতুন উদ্যোগ উদ্বোধন বিষয়ক সভায় একটি নতুন সংগঠনের উদ্যোগ গ্রহণ করেন। সংগঠনটি হাবিপ্রবি থেকে শস্যবৃত্ত নামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, কৃষি বাজারের স্বত্বাধিকারী মোঃ গাউছুল আজম। সভাপতিত্ব করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান।
এ সময় সংগঠনের আহবায়ক কমিটি প্রকাশ করা হয়। আহ্বায়ক কমিটিতে রয়েছেন আহ্বায়ক অমিত হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অর্পিতা সরকার, যুগ্ম আহ্বায়ক মেহজাবিন ফারিহা ইফতি ও সালমান পারভেজ প্রাপ্ত , সদস্য সচিব সোহেল রানা ,প্রধান সংগঠক আব্দুর রহমাম, মুখপাত্র সাদিয়া আফরিন, সদস্য সাকিব হাসান ও রুহানী আক্তার৷
প্রধান অতিথির বক্তব্যে প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শফিকুল ইসলাম সিকদার বলেন, এই ধরণের মহতী উদ্যোগের সাথে জড়িত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি এই প্রকল্প সম্পর্কে জানার পরপরই আমার পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করি এবং ধানের চারার বেড পরিদর্শন করেছিলাম। এ ধরণের কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি বেশি এগিয়ে আসতে হবে, কারণ সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আছে। এসব কাজের সাথে জড়িত থাকলে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পাবে , সাথে দেশ ও জাতি উপকৃত হবে। পাশাপাশি এসব মানবিক কাজে আমার পক্ষ থেকে কিছু করার থাকলে আমি তা করবো।
উল্লেখ্য, উক্ত সংগঠনটি কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান ও দুর্যোগ মোকাবেলায় কাজ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.