মোঃ মোকাররম বিল্লাহ ইমন,সাতক্ষীরা:-
নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে সাতক্ষীরাতে মানববন্ধন হয়েছে। আজ ১৮ আগস্ট রবিবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তরুণ লেখক তারিক ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম এর সঞ্চলনায় বক্তব্য রাখেন,
মোস্তাফিজুর রহমান বাবু,শেখ শমসের আলী,
জিল্লুর রহমান,ড্রিম সাতক্ষীরার এ্যাডমিন মাসুমবিল্লাহ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার যোদ্ধা এনামুল হাসান প্রমুখ সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, আগের সৃজনশীল শিক্ষাব্যবস্থার চেয়ে নতুন চাপিয়ে দেওয়া কারিকুলাম শিক্ষার্থীদের পিছিয়ে দিচ্ছে। একদিকে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলছে। অন্যদিকে তারা বিভিন্ন ধরনের ডিভাইসে আসক্ত হচ্ছে। মেধা যাচাই-বাছাইয়ে পরীক্ষাও নেই। মূল্যায়নপদ্ধতিও ভালো নয়। সাংকেতিক চিহ্ন ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে শিক্ষার্থীদের মেধাকে মূল্যায়ন করা সম্ভব নয়। এটি সরকার হুট করে চাপিয়ে দিয়েছে। তাঁদের কোনো পূর্বপ্রস্তুতিও ছিল না। এভাবে তাঁরা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস হতে দিতে পারেন না। নতুন সরকারকে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.