নতুন ইউএনও এস. এম. রাহাতুল ইসলাম ও বিদায়ী ইউএনও জিসান বিন মাজেদের সাথে মতবিনিময় রাউজান প্রেস ক্লাবের
- আপডেট সময় : ০৭:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

সুপণ বিশ্বাস(স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
রাউজানে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম নিজ কর্মস্থলে যোগদান করেছন। একই সাথে বিদায় নেন বিদায়ী ইউএনও জিসান বিন মাজেদ।
এ উপলক্ষে গতকাল ৭ ডিসেম্বর রবিবার দুপুরে রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নবাগত ও বিদায়ী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভুমি কমিশনার অংছিং মারমা, সমাজসেবক আবু জাফর চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, সহ–সভাপতি মিলন বড়ুয়া ও মাওলানা দিদারুল আলম, সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক এ কে বাবর,
শিক্ষা -সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুপণ বিশ্বাস,
নির্বাহী সদস্য সরোয়ার খান মনজু,সদস্য এ. এম. মামুনুর রশিদ এবং যুবদল নেতা মো. শহিদ। নতুন ইউএনওকে দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ এবং বিদায়ী ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


















