নওয়াবেকীতে ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র পলাশ নিহত

- আপডেট সময় : ০২:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন,সাতক্ষীরা, প্রতিনিধি।
নওয়াবেকীতে ডাম্পারের আঘাতে পলাশ আউলিয়া (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে নওয়াবেকী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পলাশ আওলিয়া আটুলিয়া ইউনিয়নের বয়েসিং গ্রামে তার মামার বাড়ী থেকে লেখাপড়া করত। সে মুন্সিগঞ্জের জেলেখালী গ্রামের ভোলানাথ আউলিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার সময়ে নওয়াবেকী জামাল ইট ভাটার সামনে আসলে ইট ভাটার ভিতর থেকে উঠে আসা দ্রুতগামী ডাম্পারটি মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এবং পরবর্তিতে পলাশের বুকের উপর দিয়ে ডাম্পারের চাকা চলে যায়। তাৎক্ষনণিক তাকে শ্যমনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাম্পারের চালকদের বেশির ভাগ অপ্রাপ্তবয়স্ক কিশোর। তাদের কোন প্রশিক্ষন ও ড্রাইভিং লাইসেন্স নেই। যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
এদিকে, দু’দিন আগে উপজেলার হায়বাদপুরে ডাম্পার ট্রাকের ধাক্কায় আব্দুল করিম নামে এক ব্যক্তি নিহত হন। এই ঘটনায় উপজেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ডাম্পার ট্রাক বন্ধের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।