নওগাঁর মান্দা উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের গ্রাম কমিটি গঠন

- আপডেট সময় : ০৮:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে

মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ আওয়ামী লীগ কে গতিশীল ও শক্তিশালী করতে আজ নওগাঁ জেলার মান্দা উপজেলার ০১ নং ভারশোঁ ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের গ্রাম কমিটি তৈরির বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে আগামী ১৫ ই আগস্ট উদযাপন উপলক্ষে প্রস্তুুতি মূলক আলোচনা করা হয়। আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ভারশোঁ ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান সুমন। উক্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গ্রামের লোকজনকে নিয়ে আজ বিকেলে মশিদপুর মাস্তান মোড়ে সুসংগঠিত গ্রাম কমিটি গঠন করতে আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়। আজকের আলোচনা সভায় প্রধান অতিথি বলেন আওয়ামী লীগ কে মনে প্রাণে গেঁথে নিয়ে এবং বঙ্গবন্ধুর আদর্শকে মেনে নিয়ে আওয়ামী লীগ কে বিজয় করতে নৌকায় ভোট দিতে এক সাথে সবাই কে কাজ করার আহবান জানান। সবাইকে তিনি সজাগ থাকার আহবান জানান। সেই সাথে তিনি আরো বলেন আগামী ১৫ ই আগস্ট যথাযথ ভাবে পালন করা হবে। চেয়ারম্যান আরো বলেন ১৫ আগস্ট উপলক্ষে সবার জন্য ভোজের আয়োজন করা হবে। সেই অর্থ তিনি নিজে বহন করবেন বলে জানান।
উক্ত আলোচনা সভায় বিভিন্ন নেতা কর্মী গণ আওয়ামী লীগ কে সব সময় বিজয় করতে দিক নির্দেশনা মূলক নানা কথা বলেন। সভায় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সুধীজন এবং আরও উপস্থিত ছিলেন সকল শ্রেণী পেশাজীবীর জনসাধারণ। আজকের এই বর্ধিত সভার আলোচনা সুশৃঙ্খল ভাবে সম্পূর্ণ করা হয়।