নওগাঁতে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কর্মী সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:২৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার :-
সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে গত (২৯-৩০) মার্চ, শুক্রবার ও শনিবার বেলা ১১টায় দুইদিন ব্যাপী নওগাঁ জেলার সদরে প্যারীমোহন লাইব্রেরীতে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে কেন্দ্রীয় কর্মী সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান এর সঞ্চালনায় কেন্দ্রীয় কর্মী সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি ফিলিমন বাস্কে, সহ-সভাপতি মহেন্দ্র পাহান, ঢাকা বিভাগীয় সম্পাদক হরেন্দ্রনাথ সিং, সম্পাদক মন্ডলীর সদস্য লক্ষণ মুন্ডা, কোষাধ্যক্ষ মার্টিন মুরমু, প্রচার সম্পাদক বিভূতি ভূষণ মাহাতো, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, দপ্তর সম্পাদক নকুল চন্দ্র পাহান, নওগাঁ জেলা শাখার উপদেষ্টা জয়নুল আবেদীন মকুল
আরো উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী সন্তোস সিং(বাবু), সহ-সভাপতি শ্রী যুগেশ চন্দ্র সিং, রংপুর জেলা সভাপতি কৃষিবিদ বিমল খালকো, সাংগঠনিক সম্পাদক মামুন তুরি, পাবনা জেলা সভাপতি আশিক বানির্য়াস, নাটোর জেলা সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাপ সিং, গাইবান্ধা জেলা শাখার কোষাধ্যক্ষ প্রিসিলা মুরমু, সদস্য রেভানু টুডু, সদস্য শ্রীজগ সরেন, সদস্য নিমাই সরেন, সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক প্রভাত চন্দ্র, দিলীপ চৌহান প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পত্নীতলা উপজেলা শাখা
এছাড়াও সভায় ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইচন পাহান, রবি সরেন সভাপতি নবাবগঞ্জ উপজেলা, অনিতা তির্কী সভাপতি নওগাঁ উপজেলা, যোগেশ উরাও সদস্য নওগাঁ, অজিত কুমার মুন্ডা সাধারণ সম্পাদক নিয়ামতপুর, দিলিপ পাহান সভাপতি মহাদেবপুর, নিরেন চন্দ্র এক্কা সভাপতি মান্দা, পরেশ টুডু সাধারণ সম্পাদক পত্নীতলা, হেমন্ত পাহান সাধারণ সম্পাদক নাটোর সদর, প্রভাত চন্দ্র মালো সভাপতি, সাধারণ সম্পাদক সয়ন চন্দ্র বর্মণ, সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র মালো জাতীয় আদিবাসী পরিষদ গাবতলী উপজেলা শাখা, রাখাল চন্দ্র মালো সভাপতি, সাধারণ সম্পাদক পলাশ বাগদী, সদস্য গোলাপী রানী মালো জাতীয় আদিবাসী পরিষদ ধুনট উপজেলা শাখা
আদিবাসী যুব পরিষদ নাটোর জেলা সভাপতি পরিতোষ মুন্ডা, নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তিতাস মাহালী, আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি সুজন কুমার রাজভর, নওগাঁ জেলা সভাপতি মিঠুন চন্দ্র পাহান, সাধারণ সম্পাদক চঞ্চল পাহান, সদস্য মনিকা পাহান, সদস্য সুমী রানী পাহান প্রমূখ
কেন্দ্রীয় কর্মী সভার মূল বিষয় ছিল জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা, উপদেষ্টা মন্ডলী নির্বাচন, গঠনতন্ত্র সংশোধন, শক্তিশালী তহবিল গঠন, সাংগঠনিক শৃঙ্খলা ও আচরণ নির্ধারণ সহ সকল শাখা কমিটি কে উজ্জীবিতকরণ ও পূর্ণ গঠন।
সভায় বক্তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন সহ অন্যান্য দাবি গুলো তুলে ধরেন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে কেন্দ্রীয় কর্মী সভা শেষ হয়।