ধূলিমলিন রাস্তায় হাঁটি আমি,
নীরব চোখে দেখি অন্যায়ের ত্রাণহীন ছায়া।
দারিদ্র্য আর অত্যাচারের শৃঙ্খল ভাঙি,
অন্তর জ্বালায় প্রতিবাদের অগ্নি, উদ্ভাসিত আগুন জাগি।
কুঁড়িঘরের দেয়ালে লেখা চিৎকার,
স্বপ্ন ধ্বংস নয়, করে উদ্দীপনার বার্তা স্পষ্ট বারবার।
অন্ধকার রাত, নিস্তব্ধ আকাশ,
হোক বিদ্রোহের আলোয় উজ্জ্বল, অম্লান, জ্বলুক পাখার স্পন্দন।
মানবতার শিকড়ে সেঁটে আছে শৃঙ্খল,
বলছি—হঠাৎ নয়, ভাঙবই আমি, জ্বালাবো নূতন আলো।
হৃদয়ের গভীরে জাগুক করুণার বীণাপাণি,
অবিচারের বিরুদ্ধে উচ্চারিত হোক অমোঘ গানের ধ্বনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.