ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত—ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে সৌহার্দ্যের বার্তা দিলেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন

- আপডেট সময় : ০৯:৩৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
সম্প্রীতি, সৌহার্দ্য এবং পারস্পরিক সহনশীলতার অনন্য বার্তা নিয়ে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন সম্প্রতি এক হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের চাপাকোনা বটতলায় আয়োজিত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের সমাপনী পর্বে ৩০ মে (বৃহস্পতিবার) রাতে তিনি উপস্থিত থেকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
চার দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয় ২৬ মে। স্থানীয় ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ জনসাধারণের উদ্যোগে আয়োজিত এই মহাযজ্ঞে প্রতিদিন অনুষ্ঠিত হয় সংকীর্তন, নামযজ্ঞ, ধর্মীয় আলোচনা এবং প্রসাদ বিতরণ। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখেই পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সমাপনী দিনে উপস্থিত হয়ে জাকির হোসেন বলেন, “ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। ধর্মীয় অনুষ্ঠানসমূহ সমাজে শান্তি, সম্প্রীতি ও মননশীলতার বিকাশ ঘটায়। সকল ধর্মের মানুষ যেন নিজেদের ধর্মীয় রীতিনীতি স্বাধীনভাবে পালন করতে পারে—এটাই একটি আধুনিক, মানবিক সমাজের চিত্র। এই ধরনের আয়োজন আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও দৃঢ় করে।”
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাজ্জাজ বিন সোলাইমান, সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মুন্না, ঢাকুরিয়া ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি আমিনুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ জনগণ।
স্থানীয় বাসিন্দারা জাকির হোসেনের উপস্থিতিকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং জানান, একজন গণমাধ্যমকর্মী হিসেবে তার এই সম্প্রীতির বার্তা সমাজে সুস্থ সাংস্কৃতিক ও ধর্মীয় সহাবস্থানের একটি মডেল হিসেবে কাজ করবে।
আয়োজক কমিটির পক্ষ থেকেও জানানো হয়, তাঁর আগমন অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ করে তুলেছে এবং সামাজিক সম্প্রীতির একটি প্রেরণাদায়ী দৃষ্টান্ত স্থাপন করেছে।
https://shorturl.fm/47rLb