মোঃতৌহিদুর রহমান, ক্রাইম রিপোর্টার, যশোর:-
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল চাপায় মালতি হাজং (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক মো. রাসেল মিয়া (২২)।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে উপজেলার খারনৈ ইউনিয়নের গৌবিন্দপুর বলমাঠ সংলগ্ন পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালতি হাজং ব্যক্তিগত কাজ শেষে রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এ সময় চালকও পড়ে যান। স্থানীয়রা চালক ও নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মালতিকে মৃত ঘোষণা করেন।
আহত চালক রাসেল মিয়াকে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাসেল বামন গাঁও গ্রামের মো. সুজন মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, আইনি প্রক্রিয়া চলমান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.