দৌলতপুর শিয়ালো ও কুকুরে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী
মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলায় শিয়াল এবং কুকুরের অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।
২৪ সে ফেব্রুয়ারি রোজ শনিবার দৌলতপুর পি এস সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে কিছু ছেলে একটি শিয়াল দেখতে পায় শিয়ালটিকে দৌড় দিয়ে মারার চেষ্টা করলে , পাশের বাসায় একটি রুমে ঢুকে যায়। সে বাসায় কোন পুরুষ মানুষ না থাকায় মহিলারা এদিক সেদিক ছোটাছুটি করে। রুমের ভিতর একটি ছোট মেয়েও ছিল কিন্তু ছোট মেয়েটিকে শিয়ালে আক্রমণ করেনি। দুজন মহিলা ছিল মৌসুমী আক্তার ও নার্গিস আক্তার তাদের দুজনকেই শিয়ালে কামড় মারে হাতে এবং পায়ে, চিকিৎসার জন্য ছুটে আসে হাসপাতাল এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদেরকে চিকিৎসা দেয়া দেন।
এতে কি হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, গতকালও আমাদের এই হাসপাতালে সাতজন কুকুরে কামড় দেওয়া মানুষেরও চিকিৎসা দেয়া হয়েছে। ইদানিং শিয়াল এবং কুকুরের কামড়ের রোগীর সংখ্যা অনেক বেশি।
এদিকে কৃষক উজ্জল হোসেন বলেন, আমাদের এই দিক দিয়ে বেশি ভুট্টার আবাদ হওয়া এবং বর্ষা মাসে পানি না হওয়ার কারণে বর্তমান শিয়ালের সংখ্যা কুকুরের চেয়ে অনেক বেশি এবং আমরা খেতে খামারে কাজ করতে গেলে শিয়ালের আক্রমণের শিকার হব বলে আতঙ্কে থাকি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.